New

ভর্তি হওয়ার পর আপনার করণীয়:


১. জামাল স্যারের ক্লাস হয় প্রতি রবি, মঙ্গল ও বৃহষ্পতিবার সন্ধ্যা ৬.৩০ থেকে ৮ টা পর্যন্ত ( মাগরিবের নামাজের পর পর ক্লাস শুরু হয় ) । ক্লাসে অবশ্যই জয়েন করতে হবে । কোন ক্লাস মিস দেয়া যাবে না ।

 

২. জামাল স্যারের সাপোর্ট হয় – শনি, সোম ও বুধবার সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ৮ টা পর্যন্ত । ( মাগরিবের নামাজের পর পর ) । কোন সাপোর্ট লাগলে বা প্রবলেম সলিউশন প্রয়োজন হলে সাপোর্ট এ জয়েন করবেন । প্রবলেম না থাকলে সাপোর্ট এ জয়েন না করলেও সমস্যা নাই । সাপোর্ট এ জামাল স্যারকে সরাসরি যে কোন প্রশ্ন করতে পারবেন ।

(বিদ্র: ভর্তির পর আমরা আপনাকে ক্লাস লিংক এর যে ইমেইলটা পাঠিয়েছি তা খুব ভালভাবে লাইন বাই লাইন পড়ুন )

 

৩. এক এডমিশনের ভিতর আমরা আপনাকে টোটাল ২৫ টা আলাদা আলাদা কোর্স করাব । যেমন: গ্রাফিকস ডিজাইন একটা কোর্স, ভিডিও এডিটিং আরেকটা কোর্স, ওয়েবসাইট তৈরী আরেকটা কোর্স ইত্যাদি । এই রকম টোটাল ২৫ টা কাজের ২৫ টা কোর্স । সবগুলো কোর্স এর লিষ্ট এই লিংকে পাবেন: https://www.outsourcinghelp.net/course/


৪. সবগুলো কোর্স অর্থাৎ ২৫ টা কোর্স আমরা আপনাকে করাব কিন্তু একেক ব্যাচে একেক ভাবে সিরিয়ল মেনটেইন করা হয় । যেমন কোন ব্যাচে গ্রাফিক ডিজাইন কোর্স দিয়ে কোর্স শুরু করা হয় আবার অন্য কোন ব্যাচে ভিডিও এডিটিং বা ওয়েবসাইট তৈরী বা ফেসবুক পেইড এডস দিয়ে কোর্স শুরু হয় ।

 

৫. কিন্তু সবগুলো কোর্স একদম প্রথম থেকে হবে যেমন গ্রাফিকস ডিজাইন কোর্সটি আপনার জন্য একদম প্রথম থেকে হবে আবার ভিডিও এডিটিং কোর্স আপনার জন্য একদম প্রথম থেকে হবে । এইভাবে সবগুলো কোর্স আপনি একদম শুরু থেকেই পাবেন ।

 

৬. ক্লাসে এবং সাপোর্ট এ কিভাবে জয়েন হবেন: আপনাকে ইমেইল করে যে ক্লাস লিংকটা দেয়া হয়েছে সেটাই আপনার ক্লাস লিংক এবং সেটাই সাপোর্ট লিংক । লিংক একটাই । এই লিংকে ক্লিক করে আপনি প্রতিদিন ৬.৩০ থেকে ৮টা পর্যন্ত জামাল স্যারকে পাবেন এবং প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সাপোর্ট টীমকে পাবেন ।

 

৭. কিভাবে জুম সফটওয়্যার ব্যবহার করে আমাদের ক্লাস করবেন তা বুঝতে জামাল স্যারের এই ভিডিওটি দেখুন:https://www.youtube.com/watch?v=3B_MvuAqU7E


৮. প্রতিটা ক্লাসের শেষে একটা গোপন কোড নাম্বার বলা হবে । আপনি সেই গোপন কোড নাম্বার দিয়ে ক্লাস শেষ হওয়ার পর পুরো ক্লাসটির ভিডিও ডাউনলোড করতে পাবেন । মনে করুন আমাদের আজাকের ক্লাস কোড টি হল 724 । তাহলে ক্লাসটি ডাউনলোড করার জন্য ব্রাউজারের এড্রেসবারে এইভাবে লিখুন: www.OutsourcingHelp.net/724 । এখানে ক্লাসের ডাউনলোড লিংকটি পেয়ে যাবেন ।


৯. গোপন ক্লাস কোডটি শুধুমাত্র ক্লাসের শেষেই দেয়া হয়, পরে আর দেয়া হয় না । পরবর্তিতে আর কখনো দেয়া হয় না । অর্থাৎ যারা ক্লাস করবে না তারা ক্লাস কোড পাবে না ।


১০. আপনার দায়িত্ব হল রবি, মঙ্গল ও বৃহষ্পতিবারের প্রতিটি ক্লাস করা এবং সেই ক্লাসগুলো গোপন কোডের মাধ্যমে ডাউনলোড করে আপনার কম্পিউটারি যথাযথভাবে সংরক্ষণ করা । এবং সেই ক্লাস ভিডিওটা বার বার দেখে ক্লাসে যেভাবে দেখানো হয়েছে হুবহু সেই কাজগুলো করে ফেলা । সেই কাজগুলো করতে কোন প্রবলেম হলে জামাল স্যারের সাপোর্ট এ এসে প্রশ্ন করা ।


১১. জামাল স্যার সকল ক্লাস নিবেন, সকল কাজ শিখাবেন । অন্য কোন টিচার কোন ক্লাস নিবেন না ।

১২. জামাল স্যার কাজ শিখাবেন এবং সেই কাজগুলো নিয়ে সকল প্রকার সাপোর্ট দিবেন ।


১৩. সাপোর্ট টীম শুধুমাত্র কাজ পাওয়া, কাজ করা, জমা দেয়া, পেমেন্ট ট্রান্সফার করা, গিগ ও প্রোফাইল চেক করা, স্যাম্পল চেক করা ইত্যাদি বিষয়ে সাপোর্ট দিবেন । সাপোর্ট টীম জামাল স্যারের মূল ক্লাসগুলোর বিষয়ে সাপোর্ট দিবেন না ।


১৪. অর্থাৎ জামাল স্যার কাজ শিখাবেন এবং সেই কাজ সংক্রন্ত সকল প্রবলেম সলভ করবেন আর সাপোর্ট টীম কাজ পেতে সহযোগীতা করবে । তাই জামাল স্যার যে ক্লাসগুলো নিবেন সেই ক্লাসে কোন কিছু না বুঝলে সাপোর্ট টীমকে প্রশ্ন করা যাবে না । সরাসরি জামাল স্যারকেই প্রশ্ন করবেন ।


১৪. সাপোর্ট এ যুক্ত হয়ে প্রশ্ন কিভাবে করবেন ? প্রশ্ন করতে জাষ্ট এই লিংকে যান: https://www.outsourcinghelp.net/support/

এই লিংকে গিয়েই আপনি প্রশ্ন করতে পারবেন । প্রশ্ন করার পর সিরিয়াল অনুযায়ী আপনাকে ডাকা হবে এবং আপনার মাইক অন করে দেয়া হবে । যতক্ষণ আপনার প্রবলেম সলভ না হয় ততক্ষণ আপনাকে সময় দিবে ।


১৫. আপনি ১২৯০০ টাকা দিয়ে ভর্তি হয়েছেন । তাই আপনাকে প্রতি মাসে ২০০০ টাকা করে দিতে হবে যতদিন ৩৫ হাজার টাকা পূর্ণ না হয় । প্রতি মাসে ২০০০ টাকা পরিশোধ করার পর আমাদের ওয়েবসাইটের এডমিশন ফরমটি ফিলাপ করতে হবে । সর্বশেষ পেমেন্ট করার ৩০ দিন পর আপনি আর ক্লাস লিংক পাবেন না । কিন্তু ৩০ দিন অতিক্রান্ত হওয়ার কয়েকদিন আগে ২০০০ টাকা পরিশোধ করে রাখলে আপনার ক্লাস লিংক কখনো স্টপ হবে না ।

বিদ্র: ৩ মাস ক্লাস না করলে এডমিশন ক্যানসেল হয়ে যাবে ।


১৬. টাকা দেয়ার সময় অবশ্যই আমাদের ওয়েব সাইটে দেয়া বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক একাউন্টে দিবেন । প্রতারকরা জামাল স্যারের ছবি / লোগো দিয়ে ফেসবুক আই.ডি থেকে আপনার ইনবক্স করে টাকা চাইতে পারে । প্রতারক থেকে সাবধান থাকুন । মনে রাখবেন জামাল স্যার কখনোই আপনার কাছ থেকে টাকা চাইবে না এবং কখনো ফেসবুকে ইনবক্স করবে না ।


১৭. সবকিছু ঠিক থাকার পরও ক্লাস লিংক না পেলে আপনার করণীয়: আপনার ইমেইল এর ইনবক্স ও SPAM BOX খুব ভালভাবে চেক করুন । অনেক সময় আমাদের পাঠানো ইমেইলটি স্প্যাম বক্স এ জমা হয় । যদি না পান তবে বুঝবেন আপনার সর্বশেষ পেমেন্ট করার ৩০ দিন পার হয়েছে সেই ক্ষেত্রে আপনি ২০০০ টাকা পরিশোধ করে এডমিশন ফরমটি ফিলাপ করুন । তার পরও যদি ইমেইল না পান তবে বুঝবেন আপনি এডমিশন ফরমে ভুল ইমেইল দিয়েছেন তাই ইমেইল পাচ্ছেন না । দয়া করে খুব ভালভাবে চেক করে সঠিক ইমেইল দিয়ে আবার এডমিশন ফরমটি ফিলাপ করুন । নিশ্চিতভাবে ইমেইল পাবেন । তারপরও যদি ক্লাস লিংক না পান তবে সরাসরি জামাল স্যারের পারসোনাল হোয়াট এপে টেক্সট করে আপনার ইমেইল এড্রেসটি দিন এবং লিখুন যে এইটা আপনার ইমেইল এড্রেস এবং পেমেন্ট সহ সবকিছু ঠিক থাকার পরও আপনি ক্লাস লিংক পাচ্ছেন না । জামাল স্যার খুব দ্রুত আপনাকে ইমেইল পাঠাবেন । Jamal Sir Personal Whats App : 01677 313290 ( Pls dont call, only Text )


বিদ্র: হোয়াটস এপে কোন সাপোর্ট দেয়া হয় না । সাপোর্ট দেয়া হয় শুধু জুমে । ক্লাস লিংক না পেলে বা অতি জরুরী বায়ারের কাজ করার সময় প্রবলেম হলে হোয়াটস এপে টেক্সট দিবেন ।


১৮. আপনি নতুন ভর্তি হওয়ার পর ক্লাস শুরু হবে ৭ থেকে ১০ দিন পর । কারণ আগের ব্যাচের চলমান কোর্সটি শেষ হওয়ার পরই আপনার কোর্সটি শুরু হবে । এই এক সপ্তাহ আপনি নিচের কাজগুলো করুন ।


১৯. জামাল স্যার নতুন স্টূডেন্টদের জন্য ফ্রিল্যান্সিং সংক্রান্ত ৮০ টি ব্লগ লিখেছেন । ক্লাস শুরুর আগে আপনাকে অবশ্যই এই ব্লগগুলো পড়ে শেষ করতে হবে । সবগুলো ব্লগ এই লিংকে পাবেন : https://www.outsourcinghelp.net/blog/


২০. এখন আপনার মূল কোর্সের লাইভ ক্লাস শুরু করার পূর্বে আপাকে অবশ্যই কিছু ভিডিও ক্লাস দেখতে হবে । এই ক্লাস গুলো না দেখলে আপনি আমাদের লাইভ ক্লাসগুলো বুঝতে অসুবিধা হবে । নিচে কিছু ভিডিও লিংক দেয়া হল, এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখুন :


১. বেসিক কম্পিউটার:

https://drive.google.com/drive/folders/1CRDJ64rD-xFZC7zXU9GpPFm-Ud-ZCqhR?usp=sharing

২. বেসিক ইন্টারনেট:

https://drive.google.com/drive/folders/1P0HhAtAXvr-iu5F2QM4lnWGkXlttyQsJ?usp=sharing


(আপনি যদি বেসিক কম্পিউটার ও ইন্টারনেট জানেন তাহলে উপরের ১নং ও ২নং ভিডিওগুলো দেখার দরকার নাই, কিন্তু নিচের ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে )

===========================================

৩. নতুন ব্যাচের প্রথম ক্লাস । কিভাবে কাজ পাবেন, করবেন এবং জমা দিবেন  ( এই ক্লাসটি না দেখলে পরের ভিডিওগুলো বুঝা যাবে না):

https://youtu.be/69ChXFTtwPU


৪. ফ্রিল্যান্সিং  ইংলিশ: ( আপনি ইংলিশে যতই ভাল হোন না কেন এই ক্লাসটি দেখতেই হবে কারণ ফ্রিল্যান্সিং ইংলিশ একটু ভিন্ন ): https://youtu.be/rrRy8fv7Dso

===========================================

৪. ফাইভার একাউন্ট ও প্রোফাইল তৈরী

https://youtu.be/WxeoLxBbuI8


৫. একাউন্ট ও প্রোফাইল কারেকশন:

https://www.youtube.com/watch?v=7t5kdQz1ZHM&t=2464s